নিখোঁজের ২২ দিন পর পাওয়া গেল মাদরাসা ছাত্রের লাশ

0

মুক্ত অনলাইন ডেস্ক

২২দিন পর মাদ্রাসা ছাত্র ওবায়দুল্লাহ মুন্নার (১৫) গলিত লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। সে হোসেনপুর উপজেলার মধ্য সাহেদল গ্রামের নূরুল হুদার ছেলে এবং সাহেদল ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

আজ মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে দড়িয়াবাজ গ্রামের জনৈক নজরুল ইসলামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের কিছু অংশ শিয়াল-কুকুরে খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও আত্মীয়-স্বজনসূত্রে জানা যায়, ওবায়দুল্লাহ মুন্না গত ১৫ অক্টোবর মাদ্রাসা থেকে ফিরে খাওয়া-দাওয়ার পর বাসা থেকে বের হয়ে যায়।

এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে লোকজন লাশ দেখতে পেয়ে হোসেনপুর থানায় খবর দেয়। পরে মা মেহেরা খাতুন এসে পরনের প্যান্ট-গেঞ্জি দেখে লাশ তার ছেলের লাশ বলে শনাক্ত করেন।
হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাপসাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.