নিখোঁজ শিশুর লাশ পাওয়া গেল পুকুরে
মুক্ত অনলাইন ডেস্ক
আখাউড়ায় নিখোঁজের একদিন পর আজিম (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ব্যাপারী বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু আজিম পৌরশহরের বড়বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে। জানা গেছে, সোমবার দুপুরে বড় বাজার এলাকায় বালু মাঠে শিশুদের সাথে খেলতে যায় আজিম। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজিমের মুখে জখমের চিহ্ন থাকায় তার সন্তানকে কেউ মেরে পুকুরের পানিতে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন তার বাবা।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমিন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যু রহস্য উৎঘাটন হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল