প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় পাবনায় আটক ছাত্রদল নেতা
মুক্ত অনলাইন ডেস্ক
পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক খন্দকার রেজোয়ানকে (২৮) আটক করেছে আতাইকুলা থানা পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেফাজত নেতা আল্লামা শফিকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়ায় তাকে আটক করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঘুনাথপুরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। খন্দকার রেজোয়ান রঘুনাথপুর গ্রামের খন্দকার মুছার ছেলে। আতাইকুলা থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেফাজত নেতা আল্লামা শফিকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়ায় খন্দকার রেজোয়ানকে আটক করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল