সড়ক দুর্ঘটনায় তাড়াশে নিহত নারী শ্রমিক
মুক্ত অনলাই ডেস্ক
সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের তাড়াশে জয়ন্তী উরাঁও (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের প্রফুল্ল উরাঁওয়ের স্ত্রী।
প্রফুল্ল উরাঁও জানান, বুধবার অটোভ্যানে করে ইটভাটায় কাজের উদ্দেশ্যে বের হন তারা। সকাল ৬টার দিকে নিমগাছি যৌতুক মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।
এ সময় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার স্ত্রী জয়ন্তী উরাঁও নিহত হন। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় প্রফুল্ল উরাঁও, ক্ষীর মোহন উরাঁও এবং ভ্যানচালক শ্রী মজিবর চন্দ্র সরকার গুরুতর আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল