আজ মাঠে নামবে আর্জেন্টিনা
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭ টায় মাঠে নামছে আর্জেন্টিনা। দুই বারের চ্যাম্পিয়ন এই দলটি যে সম্ভাব্য দল নিয়ে মাঠে নামতে পারে ইতমধ্যে ঘোষনা করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপে আজ এই দলের প্রতিপক্ষ ‘ডি’গ্রুপের আইসল্যান্ড। প্রতিপক্ষ দল তুলনামূলক কম শক্তিশালী হলেও আর্জেন্টাইনদের ভাবনার কেন্দ্র-বিন্দুতে রয়েছে আইসল্যান্ড।
ভক্তদের চমক দিয়ে দিয়ে শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে সেরা একাদশ ঘোষণা করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। আজকের ম্যাচে আর্জেন্টিনার একাদশে মেসি-আগুয়েরো আছেন আক্রমণভাগে। তবে ধারণা অনুযায়ী দলে জায়গা হয়নি পাওলো দিবালার।
আর্জেন্টিনার সম্ভাব্য দল: উইলি কাবাইয়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, মাক্সিমিলিয়ানো মেসা, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরো।
বাছাইপর্ব থেকে ধুকতে ধুকতে চূড়ান্তপর্বে আসা আর্জেন্টিনা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। দলটির কোচ জর্জ সাম্পাওলি বলেন, ‘অতীত এখন আমাদের সঙ্গে নেই। আমরা ভবিষ্যৎ নিয়েই চিন্তা করছি। দল হিসেবে আমরা এখন অনেক বেশি গোছানো। আশা করি আমাদের সামনের দিন গুলো ভালো কাটবে।’