সংলাপে সমাধান না এলে দায় সরকারের- ফখরুল

0

মুক্ত অনলাইন ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন- সংলাপ যদি সফল না হয়, কোনো সমাধান না আসে তাহলে সেই দায় সরকারের। প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় সংলাপের প্রতিক্রিয়ায় আজ বুধবার বিকেলে বেইলি রোডের ড. কামাল হোসেনের বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আমরা প্রত্যাশা করি আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে। আমরা সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল, আলোচনার সুযোগ আছে।

এখন সরকার যদি না চায় বা সংলাপ সমাধানের দিকে না যায় সেই দায় সরকারের। তিনি বলেন, আমরা জনগণের দাবি নিয়ে গিয়েছিলাম। সংলাপ যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে চেষ্টা করব।

সরকার যদি আমাদের দাবি না মানে, আগামীকাল তফসিল ঘোষণা করে- তাহলে আমরা আগেই আমাদের কর্মসূচি ঘোষণা করে রেখেছি। আমরা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করব বলেও জানান বিএনপির এই নেতা।-সূত্র কালের কন্ঠ

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.