১১ বোমাসহ চুয়াডাঙ্গায় আটক বিএনপি-জামায়াতের ৮ নেতা
মুক্ত অনলাইন ডেস্ক
১১টি তাজা বোমাসহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের পার্শ্ববর্তী কালিদাসপুর ইউনিয়ন পরিষদের পাশের মাঠ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওসমানপুর গ্রামের বিএনপি নেতা আবু হানিফ, খাসবাগুন্দা গ্রামের রেজাউল, বড়গাংনীর আসাদুল, একই গ্রামের নান্টু, কালিদাসপুরের সেলিম, রাধিকাগঞ্জের জনি, কান্তপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ইসাহক, ডাউকি গ্রামের সাইফুল ও হাটবোয়ালিয়া গ্রামের জান মোহাম্মদ।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, গ্রেপ্তারকৃতরা কালিদাসপুর ইইপি ভবনের পাশে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদেরকে আটক করে। তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে ১১টি তাজা বোমা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল