বাম জোটের দাবি: সংলাপ শেষে তফসিল ঘোষনার
মুক্ত অনলাইন ডেস্ক
বাম গণতান্ত্রিক জোট ‘আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর ‘ তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছে। আজ বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ নিয়ে আবেদন জানিয়েছেন জোটের সমন্বয়ক সাইফুল হক।
এ সংক্রান্ত চিঠির কপি নিয়ে ইসিতে আসেন সিপিবির আব্দুল্লাহ হেল কাফি, বাসদের খালেকুজ্জামান লিপন।চিঠিতে বলা হয়, ‘নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত সংকট নিরসনে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন।
অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চলমান সংলাপ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’ ‘সংলাপ শেষ হওয়ার আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। সে কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সমাপ্তি না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।’-সূত্র কালের কন্ঠ
মুক্ত প্রভাত/রাশিদুল