দামুড়হুদা উপজেলা চেয়ারম্যানসহ ৩ জামায়াত নেতা আটক

0

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াযাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আজিজুর রহমানকে (৫৫), কুড়ুলগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াত আমীর সরফরাজ আলী (৫৮) ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াত নেতা শহিদুল ইসলামকে (৪৫) আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

উপজেলা চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান উপজেলার জয়রামপুর গ্রামের মৃত্যু হাজী খোদা বক্সের ছেলে। সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াত আমীর সরফরাজ আলী কুড়ুলগাছি গ্রামের মৃত. একরাম আলী ও জামায়াত নেতা শহিদুল ইসলাম কুনিয়া গ্রামের দ্বীন মহাম্মদের ছেলে। বুধবার ভোর থেকে দুপুর ১২টার পর্যন্ত পৃথক অভিযানে থানা পুলিশ তাদের আটক করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারে উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মাওঃ আজিজুর রহমান উপজেলা জামে মসজিদের পাশে দলীয় লোকজন নিয়ে দলের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে কালো পতাকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। কুড়ুলগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াত আমীর সরফরাজ আলী ও শহিদুল ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ।

বুধবার দুপুর একটার দিকে আটককৃত জামায়াত ৩ নেতাকে নাশকতা মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.