বড়াইগ্রামে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের কুমরুল সমাজ উন্নয়ন যুব সংঘের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ বুধবার কুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, আ’লীগ নেতা আলাউদ্দিন মন্ডল ও সংঘের সভাপতি তাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রথম দিনের খেলায় ভবানীপুর মিয়াপাড়া স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে তাড়াশ ফুটবল একাদশ জয়ী হয়েছে। টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশ নেবে।
মুক্ত প্রভাত/রাশিদুল