রূপগঞ্জে আ’লীগের জনসভা
রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়ার সভাপতিতে অনুষ্ঠিত আনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনেই দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। দেশ এখন অনেক দুর এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন চাইলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া প্রমূখ।
মুক্ত প্রভাত/রাশিদুল