রূপগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

0

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পূর্বাচল উপ-শহরের ১০নং সেক্টর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটির চোখে, মুখে ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত মহিলার বয়স ৩৫ বলে ধারনা করেন প্রত্যক্ষদর্শীরা। তবে লাশটির এখনও কোন পরিচয় মেলেনি।

উপ-পরিদর্শক (এসআই) সাজাউল হক জানান, স্থানীয়রা মহিলার লাশটি উপজেলার পূর্বাচল ১০নং সেক্টরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.