আশুলিয়ায় আটক মানব পাচারকারী চক্রের চার সদস্য

0

মুক্ত অনলাইন ডেস্ক

মানব পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারের জন্য নিয়ে আসা এক নারীকেও উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোররাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সদর থানার চর কৃষ্ণপুর গ্রামের মৃত নুর হাদীর ছেলে আলী হোসেন (৪৮), একই জেলার দৌলতপুর থানার চরকাদারি গ্রামের মৃত মানিক মোল্লার ছেলে আহাম্মেদ আলী (৩৫), একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে সুরুজ মোল্লা (২৮) এবং বাগুটিয়া গ্রামের মো. আসমত আলীর ছেলে মো. জব্বার শেখ (৩২)।

মানবপাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা নারীর নাম মরিয়ম আক্তার (২০)। সে আশুলিয়ার গাজীরচট আলিয়া মাদ্রাসা এলাকায় ভাড়া থেকে স্থানীয় এসবি গার্মেন্টস এ চাকরি করতো।  ভুক্তভোগী মরিয়ম আক্তার বলেন, আমার বান্ধবী তাসলিমা আক্তারের মাধ্যমে পাচারকারীদের একজনের সাথে তার পরিচয় হয়।

পরে সে আমাকে বিভিন্ন সময় ঘুরতে যাওয়ার কথা বলে। একপর্যায়ে মঙ্গলবার আমাকে বাসা থেকে ডেকে নিয়ে আসে এবং গাড়িতে উঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরানোর সময় পুলিশ তাদের আটক করে।  আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিুপ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে আসছিল। আটককৃতদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পাঁচ শতাধিক নারীর ছবি উদ্ধার করা হয়েছে। এ সব ছবিকে তারা গ্রাফিক্সের মাধ্যমে আকর্ষণীয় করে ভারতে পাঠিয়ে থাকে।

সেখান থেকে সংকেত পাওয়ার পর দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের পাচার করে দেয় এই চক্রের সদস্যরা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের মূল হোতাদের ধরতে পুুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.