খালেদা জিয়ার দেখা পাননি নেতারা

0

 

পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি বেগম খালেদা জিয়ার দেখা পাননি বিএনপির নেতারা। শনিবার দুপুরে বেগম জিয়ার সাক্ষাৎ না পেয়ে কারাগার প্রাঙ্গন থেকে ফিরে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয় নেতারা।

এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

এরআগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চেয়ার পর্সনের সাথে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

ফখরুল বলেন, ঈদের তিনদিন আগে একটি আবেদন করা হয়েছিল সাক্ষাতের জন্য। (আবেদনের অনুলিপি দেখান)। নিয়ম আছে, ঈদের দিন বন্দির সঙ্গে দেখা করার। কিন্তু কারাগারের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আটকে রাখে। এটা অত্যন্ত দুঃখজনক।

পুলিশের পেট্রোল ইন্সপেক্টর আল মামুন ভূইয়া বলেন, কোন অনুমতিপত্র আসেনি। এজন্য তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে । রায় ঘোষণার পর থেকেই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.