বন্দুকযুদ্ধে চুয়াডাঙ্গায় নিহত ১
মুক্ত অনলাইন ডেস্ক
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাপ্পু হোসেন (৩০) নামে এক মাদক মামলা আসামি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর মাঠে এ ঘটনা ঘটে।
খবরটি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, পাপ্পু চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও অস্ত্র আইনের ছয়টি মামলা রয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও একবস্তা ফেনসিডিলি পেয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল