বন্দীশিবিরের ১৩ কয়েদির প্রাণহানী

0

মুক্ত অনলাইন ডেস্ক

একটি জেলের ১৩ জন কয়েদিকে হত্যা করেছে তাজিকিস্তানের খুজান্দ শহরের নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) বলা হয়, বন্দীশিবিরে অবস্থানরত কয়েদিরা দাঙ্গার সৃষ্টি করলে বাধ্য হয়ে কাজটি করেছে তারা। দেশটির সরকারের তরফ থেকে রয়টার্সকে হাঙ্গামার খবর বলা হয়।

কিন্তু ঠিক কি ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.