দিল্লির বায়ু ২০ গুণ বেশি দূষিত

0

মুক্ত অনলাইন ডেস্ক

দিল্লির বায়ু নিরাপদ মাত্রার থেকে ২০ গুণ বেশি দূষিত । ভারতে দীপাবলি শুরুর কয়েকদিন আগে এই তথ্য জানায় দিল্লির আবহাওয়া অফিস।

সঙ্গে জানিয়ে দেয় সতর্কতাও। দীপাবলির পর এবার দিল্লির বায়ুদূষণের অবস্থা আরো ভয়াবহ বলে জানিয়েছে দেশটি।  দিল্লির রাস্তায় ২৪ বছর ধরে অটোরিক্সা চালান রানা। তিনি সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, আমার নিঃশ্বাস নিতে সমস্যা হয় এখন। এছাড়া বুকে ব্যথাও অনুভব করি।

রাহুল নামের আরেকজন অটো চালক বলেন, প্রতিদিন আমাদের ১৪-১৫ ঘন্টা করে দিল্লির রাস্তায় অটো চালাতে হয়। আর এখন আমাদের শারীরিক নানা সমস্যা দেখা দিচ্ছে। এরকম হাজারো দিল্লির মানুষ নানাবিধ সমস্যার মুখ পড়ছে বলে জানিয়েছে দেশটির একটি মহল।

দ্রুত কোন পদক্ষেপ না নিলে দিল্লির অবস্থা আরো শোচনীয় হবে বলে জানানো হয়।  দিল্লির বায়ু দূষণ কমাতে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয় অনেক পদক্ষেপ।

বায়ুদূষণ করে এমন সব নির্মাণ স্থাপনা তৈরি বন্ধ করে দেয় দিল্লি সরকার। তথ্য সূত্র: সিএনএন/ এনডিটিভি/ইত্তেফাক।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.