শওকতের লাশ দেশে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার

0

মুক্ত অনলাইন ডেস্ক

মালদ্বীপের রাজধানী মালেতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা গৌরনদীর শওকত হোসেনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী ময়না বেগম ও তার স্বজনরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বদরপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদারের পুত্র শওকত হোসেন (৪১) ছয় সদস্যর দারিদ্র পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গত সাত বছর পূর্বে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন শওকতের স্ত্রী ময়না বেগম জানান, গত ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে মালদ্বীপের রাজধানী মালেতে তার স্বামী হূদরোগে আক্রান্ত হন। তাত্ক্ষণিক সেখানকার বাংলাদেশি শ্রমিকরা তাকে (শওকত) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো জানান, বর্তমানে তার স্বামীর লাশ একটি গোরস্থানের ফ্রিজে রাখা হয়েছে। স্বামীর লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে তিনি (ময়না বেগম) প্রধানমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.