অভিযোগ প্রমান হওয়ায় যাদুরচরে অধ্যক্ষের এমপিও বাতিল
মুক্ত অনলাইন ডেস্ক
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের এমপিও বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিধি বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ, ডিজির প্রতিনিধির স্বাক্ষর ও সিল মোহর জাল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা স্মরক নম্বর ৪৬৫, ৭ নভেম্বরের আদেশপত্র সূত্রে জানা গেছে, অধ্যক্ষ রফিকুল ইসলাম বিধি বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগের জন্য বোর্ড গঠন করেন।
অধ্যক্ষ শ্রীবর্দী সরকারি কলেজ, শেরপুরকে ডিজির প্রতিনিধি হিসাবে দেখিয়ে তার স্বাক্ষর ও সিল মোহর জাল করে ১১ জুন ২০০০ তারিখে সমাজকল্যাণ, মনোবিজ্ঞান ও ইসলাম শিক্ষা বিষয়ে তিন জন প্রভাষক নিয়োগ দেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের পরিচালক তদন্ত করে অধ্যক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে বর্ণিত অভিযোগ সঠিক মর্মে প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০০৮ এর ১৮ (১) অনুযায়ী তার বেতন ভাতার সরকারি অংশ সাময়িকভাবে স্থগিত করেন।
কেন তা স্থায়ীভাবে বাতিল করা হবে না সে মর্মে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করেন। যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
মুক্ত প্রভাত/রাশিদুল