নাশকতা মামলায় রাজশাহীতে গ্রেফতার বিএনপির ৪ নেতাকর্মী

0

মুক্ত অনলাইন ডেস্ক

নাশকতা মামলায় রাজশাহীর বাঘায় বিএনপির চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বাঘা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও চন্ডিপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে আনিসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও আড়পাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে জুয়েল আহম্মেদ, বিএনপির সদস্য ও ফতিয়াড়দার গ্রামের মহর উদ্দিনের ছেলে মকুল হোসেন ও একই গ্রামের হারু প্রামাণিকর ছেলে আবদুস সালাম।

বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, গ্রেপ্তারকৃতদের নামে বোমা সাদৃশ্য ককটেল নিয়ে নাশকতার অভিযোগ রয়েছে।

এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.