বিএনপি’র ১৭ নেতাকর্মীকে জেলহাযতে প্রেরন

0

মুক্ত অনলাইন ডেস্ক

আজ বৃহস্পতিবার নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের রিমান্ড আবেদন শুনানির জন্য ১২ নভেম্বর তারিখ নির্ধারণ করে দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে বিজ্ঞ বিচারক।

নরসিংদী জেলা পুলিশ একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করলে আদালত এ নিদের্শ দেন। এ সময় তার সঙ্গে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া আরো ১৬ জন দলীয় নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয় হতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে বাড়ি ফেরার পথে শহরের জেল খানা মোড় হতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ ১৭ জন দলীয় নেতাকর্মীকে আটক করে সদর থানা পুলিশ।

পরে বৃহস্পতিবার দুপুরে তাদের নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্যাট নাহিদুল হোসেনের আদালতে হাজির করে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক জি এম আসাদুজ্জামান ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এ নির্দেশনা দেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.