৩০ জন গ্রেফতার: বিএনপি’র জনসভায় পুলিশী বাধা

0

মুক্ত অনলাইন ডেস্ক

বিএনপির পূর্বঘোষিত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় পুলিশের বাধা প্রদান ও গ্রেপ্তারের কারণে পণ্ড হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভা শুরুর আগেই পুলিশ মাইক নিয়ে যায় এবং জমায়েত হতে থাকা ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের পূর্বঘোষিত আলোচনা সভা হওয়ার কথা থাকলে পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকা ঘিরে রাখে।

সেখানে কাউকে প্রবেশ করতে বাধা দেয়।যাকে পেয়েছে তাকেই আটক করেছে। এ সময় আমাদের কেন্দ্রীয় নেতা জি এস বাবুলসহ অন্তত ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এখানে সভা করতে না দেওয়ায় কোথাও সভা করতে পারছি না, যার কারণে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে।-সূত্র ইত্তেফাক

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.