বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

0

মুক্ত অনলাইন ডেস্ক

বাবা নছিম উদ্দিন প্রাংকে (৮০) জবাই করে হত্যার দায়ে অভিযুক্ত ছেলে মো. ছামেদ আলী প্রমাণিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বগুড়ার সোনাতলা উপজেলায় সাজাপ্রাপ্তদের বাড়ি।

এই মামলার অপর ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক মো. গোলাম ফারুক বুধবার এই রায় দেন।  আদালত সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার সাতবেকি গুচ্ছ গ্রামের নছিম উদ্দিনকে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি জবাই করে হত্যা করে। লাশ বাড়ির অদূরে মাঠের মধ্যে পাওয়া যায়।

এ ব্যাপারে থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তকালে নিহতের ছেলে মো. ছামেদ আলীকে গ্রেপ্তার করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে জবানবন্দী দেন তিনি।  ছামেদ আলী জবানবন্দীতে বলেন, সম্পত্তির জন্যই তিনি তার বাবাকে হত্যা করেছেন।

সোনাতলা থানার এসআই মহিউদ্দিন, ছামেদ আলীসহ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।  মামলাটি পরিচালনা করেন রাষ্ট্র পক্ষে এপিপি অ্যাড. বিনয় কুমার দাষ (বিশু) এবং আসামি পক্ষে অ্যাড. মো. রেজাউল করিম (মন্টু) ও অ্যাড. আব্দুস সালাম।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.