লংদুতে ফের গোলাগুলি: নিহত ১
মুক্ত অনলাইন ডেস্ক
ফের সন্ত্রাসীদের নিজস্ব দলাদলিতে খুনের ঘটনা ঘটল রাঙামাটির লংগদুতে । এবার প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কারের (এমএন লারমা গ্রুপ) কালেক্টর বাইজ্যাবালা চাকমা ওরফে রাজা চাকমা (৪৫) নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার লংগদু ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খুন হওয়ার আগে নিহত ব্যক্তি বান্দুরতলা গ্রামে শান্তিময় চাকমার বাড়িতে ছিলেন।
এসময় প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে বাইজ্যাবালাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (পিপিএম) ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি লংগদু ইউনিয়নের বড়াদম এলাকার বীরেন্দ্রনাথ চাকমার ছেলে। তিনি ওই উপজেলার এমএন লারমা গ্রুপের কালেক্টর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। এ ঘটনার জন্য স্থানীয়রা জেএসএস সংস্কার ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে।
মুক্ত প্রভাত/রাশিদুল