নেতাকর্মীদের ঢল নেমেছে আ’লীগের রাজনৈতিক কার্যালয়ে
মুক্ত অনলাইন ডেস্ক
মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে এ আবেদনপত্র বিক্রি শুরু হয়। এদিকে মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
দেশের বিভিন্ন স্থান থেকে কর্মীসমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম কিনতে এসেছেন নেতাকর্মীরা। সকাল থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
এ সময় শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্ল্যাকার্ড সম্বলিত বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধানমন্ডির কার্যালয়ে আসতে থাকেন তারা। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা তাদের কাঙ্ক্ষিত মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
এসময় হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় গোটা এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে একটি মনোনয়ন ফরম ক্রয় করেন ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। গোপালগঞ্জ-৩ আসনসহ আরেকটি আসন থেকে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
তবে ওই আসনটির নাম জানানো হয়নি। রংপুরের পীরগঞ্জ আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এদিকে নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দল কাদের।
তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।-সূত্র েইত্তেফাক
মুক্ত প্রভাত/রাশিদুল