বয়স কামাতে চান ৬৯ বছরের বৃদ্ধ

0

মুক্ত অনলাইন ডেস্ক

৬৯ বছর বয়সী এক বৃদ্ধ তরুণীদের সঙ্গে প্রেম করার জন্য বয়স কমাতে চান। তবে সেটা করতে চান বৈধভাবে। এজন্য তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। এমন ঘটনা হল্যান্ডে। ৬৯ বছর বয়সী ওই বৃদ্ধের নাম এমিল র‍্যাটেলব্যান্ড।

গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এফপিকে এমিল বলেন, আমার এই মুহূর্তে বয়স ৭০ এর কাছাকাছি। কিন্তু বয়স ৭০ হলেও আমার মনের বয়স অনেক কম।

বলা যেতে পারে একদম তরুণ যুবক। আর আমি অনেক তরুণীকে সঙ্গে সময় কাটাতে চাই। কিন্তু আমি আমার বয়স ৬৯ বললে কেউ তাতে আর সাড়া দিবে না। তিনি আরো বলেন, আমি শারীরিক ভাবেও এখন অনেক সক্ষম। শরীর স্বাস্থ্য যথেষ্ট তরতাজা এবং শক্তিশালী। কিন্তু আমার বয়সের কারণে আমার খারাপ লাগে।

তাই আমি আইনি ভাবে ২০ বছর কমাতে চাই। বার্তা সংস্থা বিবিসিকে এমিল বলেন, আমরা এমন একটা সময়ে বসবাস করছি যখন মানুষ নিজের নাম, লিঙ্গ পরিবর্তন করতে পারছে। তাহলে আমি কেন আমার বয়স কমাতে পারব না। তথ্য সূত্র: এনডিটিভি/বিবিসি/ইত্তেফাক।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.