দিতিপ্রিয়ার দিবাবলি কাটল যেখানে….
মুক্ত অনলাইন ডেস্ক
রানি রাসমণি ধারাবাহিকের সকলের রানি তিনি। অভিনয় দিয়ে দর্শকের মন জিতেছেন। দর্শকের ভালোবাসায় দিতিপ্রিয়া এখন এক নম্বরে।
তাই তো দীপাবলির বেশ কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন সকলের প্রিয় এই রানি কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
আজ দিতিপ্রিয়া বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যার কোনওটায় দিতিপ্রিয়াকে দেখা গেছে ফানুস ওড়াতে, তো কোনওটায় দেখা গেছে তারাবাতি ফাটাতে। দীপাবলিটা কাটান পরিবারের সঙ্গে। অনুরাগীদের উদ্দেশে জানিয়েছেন শুভেচ্ছাও। তিনি লিখেছেন, ‘আলোর উৎসব তোমাদের ও তোমাদের প্রিয় মানুষদের জীবনকে উজ্জ্বল করে তুলুক।’ সম্প্রতি ধারাবাহিক রানি রাসমনির ভাষা নিয়ে ট্রোল করা হয়েছিল দিতিপ্রিয়াকে। সোশাল মিডিয়ায় দিতিপ্রিয়ার কিছু মিম ঘুরছিল।
প্রথমে হাসিঠাট্টার বিষয় থাকলেও, পরে তা কুরুচিকর ও অশ্লীল হতে শুরু করে। তা নিয়েই ক্ষোভপ্রকাশ করেছিলেন দিতিপ্রিয়া।বলেছিলেন, ‘আমি প্রতিবাদ করলেও ট্রোল হত।
তবে আমার ফ্যান ক্লাব, পরিবারের অনেকে যাঁরা সোশাল মিডিয়া ব্যবহার করেন এবং অনেক সাধারণ মানুষও আমার সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁরা এর প্রতিবাদ করেছেন।’-সূত্র কালের কন্ঠ
মুক্ত প্রভাত/রাশিদুল