পঞ্চগড়ের সড়কে প্রাণ গেল জেএসসি পরিক্ষার্থীর

0

মুক্ত অনলইন ডেস্ক

মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে সোহেল রানা নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও দুই পরীক্ষার্থী ও ইজিবাইক চালক আহত হন।

আজ শুক্রবার সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাবুরহাট এলাকায় দেবীগঞ্জ-পঞ্চগড় সড়কের বাবুরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেলের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের নেংরাপাড়া গ্রামের হামিদার রহমানের ছেলে এবং দেবীগঞ্জের বেলুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী। টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রহমান সরকার জানান, দেবীগঞ্জের বেলুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থী সোহেল রানা মোটরসাইকেল যোগে তার দুই সহপাঠীকে নিয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিতে দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ নীপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। তারা দেবীগঞ্জ-পঞ্চগড় সড়কের বাবুরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সোহেল রানা, ইউনুস আলী শাহিন, হামিদুল ইসলাম ও ইজিবাইক চালক আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলিমকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, হেলমেটবিহীন অবস্থায় গাড়ি চালানো, দুই জন নিয়ে মোটরসাইকেল চালানো, দ্রুত গতি এবং অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.