পটকা নিয়ে বিরোধের জেরে চা শ্রমিক খুন
মুক্ত অনলাইন ডেস্ক
পটকা ফুটানো নিয়ে বিরোধের জের ধরে অনুজ মালাকার (৩৪) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার গভীর রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে।
নিহত অনুজ মালাকার (৩৪) উপজেলার লালচান্দ চা বাগানের বাবুল মালাকারের ছেলে। নারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, অনুজ মালাকারের সঙ্গে একই চা বাগান বস্তির বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে সুজন মিয়ার (২৮) নানান বিষয় নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার রাতে বাগানের পার্শ্ববর্তী সিনাই বিল এলাকায় এলাকায় তারা কয়েকজন পটকা ফুটাচ্ছিল। এ সময় অনুজ ও তার সঙ্গী রতন ভৌমিকের সঙ্গে সুজন ও তার কয়েকজন সঙ্গীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন ও তার সঙ্গীরা অনুজ ও রতনকে মারপিট করে হাতপা বেঁধে ফেলে রাখে। তাদের হামলায় অনুজ নিহত হন। অনুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সুজন মিয়াকে আটক করেছে পুলিশ।
মুক্ত প্রভাত/রাশিদুল