গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৫

0

মুক্ত অনলাইন ডেস্ক

সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন নারী ও এক শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাটের  স্থানীয় মোহনা কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রাউজান উপজেলার কদলপুরের মীর বাড়ির কামরুল ইসলামের স্ত্রী নাজনীন (২৫) ও তার শিশু সন্তান মোহাম্মদ মিকাত (২), একই গ্রমের মোহাম্মদ খালেদের স্ত্রী আমেনা বেগম (৪০), আব্দুল কুদ্দুসের স্ত্রী রোকেয়া বেগম (২৫) এবং অটোরিকশা চালক ও সদরঘাট থানার চেয়ারম্যান ঘাটার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ফরিদ (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, রাউজানের কদলপুর থেকে অটোরিকশায় করে বহদ্দারহাট এক কিলোমিটারে মোহনা কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন ওই যাত্রীরা।

অটোরিকশাটি কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে তাদের আহত অবস্থায় চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.