শিবগঞ্জে আটক জামায়াতের ৮ নেত্রী

0

মুক্ত অনলাইন ডেস্ক

গোপন বৈঠকের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের আটজন নারী নেত্রী ও কর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোঃ মশিউর রহমান জানান, নারী জামায়াত নেত্রী ও কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের একটি বাড়িতে আমি ও এস আই আরিফুল ইসলাম পুলিশের একটি দলসহ অভিযান চালাই।

এ সময় জামায়াতের আটজন নারী নেত্রী ও কর্মীকে আটক করে শিবগঞ্জ থানায় নিয়ে আসি।  আটক নারীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নাধীন মহেশপুর গ্রামের মনিরুলের স্ত্রী শিরীন বেগম (৫০) সাদরুল হকের স্ত্রী রাহেলা বেগম (৩০) সেলিম রেজার স্ত্রী রোজিনা বেগম (৩০) সুমন আলির স্ত্রী আজিজা বেগম (২৩) কাসেম আলির স্ত্রী তাহেরা বেগম (৪০) মৃত আবুল বাসারের স্ত্রী শুকতারা বেগম (৫২) নেফাজুলের স্ত্রী সাকেরা বেগম (৪০) ও রুবেলের স্ত্রী নাজমা বেগম (২৩)। আটককৃতরা বর্তমানে থানা হাজতখানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মুক্ত প্রভাত/রাশিধদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.