গুরুদাসপুরে ১১’শ পিচ ইয়াবাসহ চারজন আটক
নাটোরের গুরুদাসপুরে পৃথক অভিযানে ১১শ পিচ ইয়াবা ও ১২২ পুরি হিরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপি অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
পুলিশ জানায়,- গোপন সংবাদের ভিত্তিতে এস আই শহিদুল ইসলাম, এ এস আই আনোয়ার হোসেন, আশিকুর রহমান এবং মনিরুল ইসলামের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন,- উপজেলার চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার মৃত আবু বক্কারের ছেলে জামাল হোসেন (৩৪) (৮০০ পিছ ইয়াবা), নাজিরপুর ইউনিয়নের লক্ষিপুর এলাকা থেকে মনতাজ আলীর ছেলে রুবেল হোসেন (২৩) (১৮৫ পিচ ইয়াবা), গুপিনাথপুরের আশরাফ আলীর ছেলে জনি (২৬) (৯৫ পিচ ইয়াবা ও ১২২ পুরি হিরোইন) এবং নাজিরপুর গ্রামের জুয়েল (৩০) (১০ পিচ ইয়াবা)।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসাবে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মাললার প্রস্তুতি চলছে।