দাবানলে যুক্তরাষ্ট্রে ৯ প্রাণহানি

0

মুক্ত অনলাইন ডেস্ক

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে; আহত হয়েছে বহু মানুষ।

দেড় লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, নর্দার্ন ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় বিউট কাউন্টিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় দাবানল ছড়িয়ে পড়ে।

এরপর তা ভয়াবহ আকার নেয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, দাবানলে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। পাঁচজনের মরদেহ একটি আগুনে পোড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরের মধ্যে অন্তত ১৮ হাজার একর জমি পুড়ে ছাই হয়েছে।

সূত্র: বিবিসি

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.