পার্লামেন্ট ভেঙ্গে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা

0

মুক্ত অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শ্রীলংকার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। গতকাল শুক্রবার তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেন।

শুক্রবার মধ্যরাত থেকেই ফের পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। এর আগে তিনি পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করলেও চাপের মুখে ফের চালুর নির্দেশ দেন।

তবে গতকাল প্রেসিডেন্ট সিরিসেনার দল জানায় যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। এরপরই তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী জানিয়েছেন, জানুয়ারিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বর্তমান সরকারের মেয়াদ আরো দুই বছর বাকি। কিন্তু দেশটিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দ্বন্দ্বে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।-এনডিটিভি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.