উত্তরাঞ্চলবাসীর স্বপ্নের যাত্রা শুরু

0

মুক্ত অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও বাসীর স্বপের দাবি আন্তনগর ট্রেন চলাচলের অবশেষে শুভ উদ্বোধন করা হল। এ সময় ঠাকুরগাঁও রেলস্টেশনে উপস্থিত সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্লোগানে মুখরিত করে স্টেশন এলাকা।

আজ শনিবার সকালে ঠাকুরগাঁও-ঢাকা আন্তনগর ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।  ঠাকুরগাঁও রেলস্টেশনের মাস্টার আখতারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা সাদেক কুরাইশী, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

ঠাকুরগাঁও রেলওয়ের তথ্য মতে, একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ১০টায় ছেড়ে রাত ৮টা ৪৫মিনিটে পঞ্চগড়ে পৌঁছাবে।

রাত ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। দ্রুতযান ঢাকা থেকে ছাড়বে রাত ৮টায় ও সকাল ৬টা ৩৫ মিনিটে সেটি পঞ্চগড়ে পৌঁছাবে। আবার ৭টা ২০ মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ২০মিনিটে ঢাকা পৌঁছাবে।  অপরদিকে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে একতা এক্সপ্রেস যাত্রা শুরু করবে রাত ৯টা ৪০ মিনিটে এবং দ্রুতযান এক্সপ্রেস সকাল ৮টায়।

ট্রেন দুটির মধ্যে একতা রাত-৮টা এবং দ্রুতযান ভোর ৫টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও রোড স্টেশনে পৌঁছাবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.