ট্রাকের ধাক্কায় গোপালগঞ্জে প্রাণ গেল শ্রমিকের
মুক্ত অনলাইন ডেস্ক
বাসের ধাক্কায় জসিম শেখ (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাটে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত জসিম শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নওয়াখোলা গ্রামের বকুল শেখের ছেলে।
মুকসুদপুর থানার এসআই আব্দুস সালাম জানান, একটি নসিমনে করে পল্লী বিদ্যুতের খুঁটি মুকসুদপুরে নামিয়ে দিয়ে সালামসহ পাঁচজন শ্রমিক গোপালগঞ্জে ফিরছিলেন।
দাসেরহাটে পেছন দিক থেকে একটি বাস তাদের নছিমনকে চাপা দিলে জসিম ঘটনাস্থলেই মার যান। আহত হন আরো ৪ জন শ্রমিক।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল