জাতিসংঘের বিশেষ দূত রোহিঙ্গা ক্যাম্প পদির্শনে যাচ্ছেন
মুক্ত অনলাইন ডেস্ক
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন।
আজ শনিবার তার কনাফের নয়াপাড়া পরিদর্শনের কথা। আগামীকাল রবিবার বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করার কথা রয়েছে।
দুদিনের পরিদর্শনে তিনি বর্তমান প্রত্যাবাসন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি দেখবেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান ক্রিস্টিন এস বার্গনা।
এরপর তিনি বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিস্টিন।
সাক্ষাতকালে ক্রিস্টিন এস বার্গনা বলেন, আমি এক সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিদর্শনে গিয়েছিলাম।
সেখানকার পরিস্থিতিও ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে। যা খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে।-সূত্র কালের কন্ঠ
মুক্ত প্রভাত/রাশিদুল