ট্রাম্প প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তিতে
মুক্ত অনলাইন ডেস্ক
ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে যোগ দিবেন বিশ্বের সব বড় বড় নেতা।
এ উপলক্ষে বাদ পড়েনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামও। ইতিমধ্যে গতকাল শুক্রবার ফ্রান্সের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন তিনি। অনুষ্ঠানে যোগদান ছাড়াও ফ্রান্স-আমেরিকার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসবেন মার্কিন এ প্রেসিডেন্ট।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোর ফ্রান্সের পূর্ব এবং উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্রগুলো পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, ইউরোপের ওপর যে হুমকি রয়েছে তাতে এই মহাদেশের নিজস্ব একটি সেনাবাহিনী অবশ্যই গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, প্রথম ভয়াবহ বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল ১৯১৮ সালে।
মুক্ত প্রভাত/রাশিদুল