আদিতমারীতে মাদকসেবী কারাদন্ড

0

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে মানিক মিয়া (২৭) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৯ নভেম্বর) রাতে ৯ টার দিকে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

সাজাপ্রাপ্ত মানিক মিয়া আদিতমারী উপজেলা পরিষদ মোড় এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাদক সেবন করে উপজেলা পরিষদ এলাকায় মাতলামো করছিল মানিক মিয়া। এ সময় থানা পুলিশ তাকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

এ সময় মানিক মিয়ার তার দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে মাদক সেবন করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রাতেই সাজাপ্রাপ্ত মানিক মিয়াকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.