কুবি ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৬৫ শতাংশ

0

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ ১১টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ‘সি’ ইউনিটের নির্ধারিত সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদে) চারটি বিভাগের অধিনে ২৪০ টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

‘সি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬৫% পরীক্ষার্থী উপস্হিত ছিল বলে জানান পরীক্ষা কমিটি।

উল্লেখ্য, আজ শনিবার বিকাল ৩ টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.