নৌকার মনোনয়ন কিনলেন নায়ক শাকিল খান

0

মুক্ত অনলাইন ডেস্ক

ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন তিনি। আজ শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন এ অভিনেতা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান চিত্রনায়ক শাকিল খান। উল্লেখ্য, দ্বিতীয় দিনের মতো আজ দলীয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

প্রথম দিন শুক্রবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ১৩২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৮ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর।

মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.