বন্দুকযুদ্ধ ও বোমা হামলায় সোমালিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯
মুক্ত অনলাইন ডেস্ক
বন্দুকযুদ্ধ ও বোমা হামলায় সোমালিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। আজ শনিবার দেশটির পুলিশ বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।
গতকাল শুক্রবার বিকেলে দেশটির রাজধানী মোগাদিসুতের সাহাফি হোটেলের সামনে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধ চালায় সন্ত্রাসীরা। দেশটির পুলিশ বাহিনীর এক কর্মকর্তা মোহাম্মদ হুসেইন গতকালের ওই হামলায় ৩৯ জন নিহত এবং আরো ৪০ জন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি। ইতিমধ্যে এই হামলা দায় স্বীকার করেছে সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব।
মুক্ত প্রভাত/রাশিদুল