রোগী দেখতে যাওয়ার সময় সড়কে লাশ হলেন দুই নারী

0

মুক্ত অনলাইন ডেস্ক

ভটভটি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে নওগাঁ জেলার সাপাহার উপজেলার গরুহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাগপারুল গ্রামের হারেজ আলীর স্ত্রী কিনার (৫০) ও আনোয়ারুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)। জানা গেছে, শনিবার দুপুরে কিনার ও মনোয়ারা রোগী দেখার জন্য উপজেলার আলী নগর গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

পথে ভটভটি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়েছে।

তাদের স্বজনরা আসলে লাশ হস্তান্তর করা হবে।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.