শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত আটক
মুক্ত অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার মিরপুর উপজেলার অন্তর্গত হঠাৎপাড়া গ্রামের ভাষা আলীর শিশু মেয়ে সাবিহা ওরফে সাবিনা (৬ ) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আবু তালেবকে পুলিশ গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের দুই মাস পর পলাতক ওই আসামিকে শুক্রবার গভীর রাতে মিরপুর উপজেলার পোড়াদহ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর বিকালে শিশু সাহিবা বাড়ির পাশে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল।
সন্ধ্যা ঘনিয়ে এলে এলাকার বখাটে যুবক তালেব ওই শিশুকে ফুঁসলিয়ে শ্মশানঘাট তাল গাছতলায় নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই নরপিশাচ শিশু মেয়েটিকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে।
ঘটনার পরদিন সকালে শ্মশানঘাট এলাকা থেকে শিশুটির লাশ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (২) ধারায় মামলা রুজু হয়। পৈশাচিক এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামি দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি তালেব ঘটনার বিবরণ দিয়ে নিজের দায় স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ধৃত তালেব মিরপুর উপজেলার হঠাৎপাড়া গ্রামের মোঃ রওশন আলীর ছেলে। শনিবার আদালতের মাধ্যমে ধৃত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহির জানান, শিশু সাবিহা ধর্ষন ও হত্যা মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়।
ফলে আসামি তালেব দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করতে সক্ষম হয়।
মুক্ত প্রভাত/রাশিদুল