৭ প্রার্থী তুলেছেন সিরাজগঞ্জ-৪ আসনের মনোনয়ন

0

মুক্ত অনলাইন ডেস্ক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়নের জন্য উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

এরা হলেন, বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হক,

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. আব্দুল আলিম জুয়েল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ড: কে. এম. আব্দুল মমিন সিরাজী ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিনা মির্জা মুক্তি।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা জানান, সিরাজগঞ্জ-৪ আসনের উল্লেখিত প্রার্থীরা দলীয় কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.