চাকরির প্রলোভনে গৃহবধূকে গণধর্ষণ

0

মুক্ত অনলাইন ডেস্ক

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাভারে এক গৃববধূকে গণধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ চার ধর্ষণকারীকে গ্রেফতার করেছে।

আজ শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই চার ধর্ষণকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, কালিয়াকৈর গ্রামের হারুনুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (২৮), আলী আলমের ছেলে মোঃ রাফিজ (২৭), রজ্জব আলীর ছেলে হানিফ মিয়া (২৫) ও গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকার আকিল উদ্দিনের ছেলে আল-আমিন (৩২)।

থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ধর্ষণকারী বিল্লাল হোসেন একটি তৈরি পোশাক কারখানায় চাকরি দেওয়ার জন্য আলোচনা করার কথা বলে ওই গৃহবধূকে কালিয়াকৈর গ্রামের আল-আমিনের বাড়িতে ডেকে নিয়ে যান।

এ সময় সেখানে থাকা রাফিজ, হানিফ ও আল-আমিনসহ চার বখাটে জোরপূর্বক ওই গৃহবধূকে বাড়ির ভিতরে আটকে রেখে ধর্ষণ করেন। শনিবার সকালে ধর্ষনের শিকার গৃহবধূ সাভার মডেল থানায় এসে বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক কালিয়াকৈর গ্রামে অভিযান চালিয়ে চার ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, গৃহবধূকে গণধর্ষনের ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.