ইবিতে আপত্তিকর অবস্থায় বহিরাগত যুগল আটক

0 ১০

ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় বহিরাগত প্রেমিক যুগল ও তাদের এক সহযোগীকে আটক করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টায় তাদের জঙ্গলাকীর্ণ বিশ্ববিদ্যালয়ের পেয়ারা তলা থেকে আটক করেছেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। আটকের পর ওই প্রেমিক যুগলসহ তাদের এক সহযোগীকে বিশ্ববিদ্যালয় থানায় হস্তান্তর করেন তিনি।

জানা যায়, জঙ্গলাচ্ছন্ন ক্যাম্পাসের পেয়ারা তলায় উজ্জল ও রিপা অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় তাদের সহযোগী খোকন পাহারায় থাকে। খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে গিয়ে তাদের তিন জনকে হাতেনাতে আটক করেন। আটকের পর তাদের বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করেন তিনি। আটককৃতরা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।

থানা ও প্রক্টর অফিস সূত্রে জানা যায়, আটককৃত ওই দুই যুবক হলেন উজ্জল হোসেন জোয়ার্দার এবং তার সহযোগী খোকন। উজ্জল ক্যাম্পাস পাশের শেখ পাড়া এলাকার গোলাম জোয়ার্দারের ছেলে। খোকনও একই এলাকার তোজাম উদ্দিনের ছেলে। আর আটককৃত উজ্জলের প্রেমিকা রিপা খাতুন ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকার স্বপন মন্ডলের মেয়ে। এছাড়াও উজ্জলের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ছত্রছায়ায় ক্যাম্পাসে মাদক সরবরাহ করার অভিযোগ অনেক পুরোনো।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করি। বিশ্ববিদ্যালয়কে অনেক প্রচেষ্টার পর আমি বহিরাগত মুক্ত ঘোষণা করেছি। এ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে বহিরাগতদের প্রবেশে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছি।

ক্যাম্পাস শিক্ষার্থীদের আড্ডার স্থল। এখানে অন্য কেউ সুযোগ নিয়ে পরিবেশ নষ্ট হতে দিব না।’
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন,‘তাদেরকে থানায় রাখা হয়েছে। অবিভাবকদের খবর দিয়েছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।’

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.