তুরাগে বিয়ের প্রলোভনে ছাত্রী ধর্ষণ
মোঃ ইলিয়াছ মোল্লা
রাজধানীর তুরাগে ৯ম শ্রেণী পড়ুয়া ১ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে মোঃ মাহফুজ (৩০) নামে এক দর্জিকে আটক করেছে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানার একটি মামলা সুত্রে জানাজায়- গত ৩/১১/২০১৮ইং তারিখে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে ভাগিয়ে এনে এবং নিজের স্ত্রী পরিচয়ে তুরাগের চাল ভোগ এলাকায় একটি ভাড়া বাসায় উঠে দর্জি মাহফুজ।
ওই দিনই রাতে কয়েকবার তিনি ছাত্রীকে ধর্ষণ করেন । পরে তাকে বিয়ে না করে বিভিন্ন রকম তালাবাহানা ও ভয়ভীতি দেখায় দর্জি মাহফুজ।
কোন উপায় না পেয়ে ভুক্তভোগী ছাত্রী আজ সকালে তুরাগ থানায় মাহফুজকে আসামী করে ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এস আই রেজিয়া তৎক্ষণাৎ অভিযান চালিয়ে মাহফুজকে আটক করে।
ধর্ষণের শিকার ওই ছাত্রকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
ঘটনার সততা নিশ্চিত মামলার তদন্ত কর্মকর্তা এস আই রেজিয়া জানান- আটককৃত মোঃ মাহফুজ, নওগাঁ জেলার, মান্দা থানার, বাতকোন্ডা গ্রামের, মোঃ আতাউরের ছেলে ।
মুক্ত প্রভাত/রাশিদুল