কুবির ভর্তি পরীক্ষা শেষ, ফলাফল সোমবার

0 ১১

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে শেষ হয় সর্বমোট তিন ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম। এর আগে শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, এবারের ভর্তি পরিক্ষায় সবচেয়ে বেশি পরিক্ষার্থী অংশ গ্রহন করে। শুক্রবার ‘বি’ ইউনিটে ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরিক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ১৪ হাজার ৮৪৭ জন, যা মোট আবেদনকারীর ৬১.২৫ শতাংশ।

আজ শনিবার সকালে ‘সি’ ইউনিটে ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিলো ৮, ২৬০ জন, যা মোট আবেদনকারীর ৬৭.৭৬ শতাংশ। একই দিন বিকালে ১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষা।

৪৯.৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নেয় ‘এ’ ইউনিটে। জানা যায় এবারের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৫৭.৪৮% শিক্ষার্থী অংশ নেয়।

ভর্তি পরিক্ষার কেন্দ্রিয় কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের জানান, “কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

ফলাফল, ভাইবা এবং ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে তিনি জানান, “ভাইবা এবং ভর্তি ও ক্লাসের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ফলাফল ঘোষণার পর কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে উত্তরপত্র যাচাই-বাছাইপূর্বক আগামী (১২ নভেম্বর) সোমবার নাগাদ (একই সঙ্গে তিন ইউনিট) ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.