বান্দরবানে মনোনয়ন ফরম ক্রয় করলেন ৪ জন
এস.কে নাথ, বান্দরবান.
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং বান্দরবান আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম নিলেন ৫ জন। এরা হলেন বর্তমান সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান থেকে বহিস্কৃত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মজিবর রহমান, লামা উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক থোয়াইনু মং র্মামা। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ধানমন্ডির দলীয় কার্য়ালয় থেকে বর্তমান সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী। এসময় তার সাথে ছিলেন পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক রাজু বড়ুয়া। শনিবার দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রসন্ন কান্তি তংচংগ্যা’র পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন কাজী মোঃ মজিবর রহমান তার সাথে ছিলেন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশীষ তংচংগ্যা, একই সময় কাজী মজিবর রহমানের মনোনয়ন ফরম ক্রয় করেন পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি শাহ জালাল এবং থোয়াই নু মং মার্মা নিজে তার দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন।
মুক্ত প্রভাত/ কাওছার আহম্মেদ